Home Miscellaneous আনন্দময় দেশ ফিনল্যান্ড

আনন্দময় দেশ ফিনল্যান্ড

4
0
finland happiest country
finland happiest country

কাজকেরিয়ার নিজস্ব প্রতিনিধি: “ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট” প্রকাশ করল রাষ্ট্রপুঞ্জ। আন্তর্জাতিক আনন্দ দিবস-এ বিশ্বের সব চেয়ে আনন্দময় দেশ হিসেবে উঠে এল ফিনল্যান্ডের নাম। ওই রিপোর্টে উল্লেখ করা হয়েছে,এই নিয়ে ৬ বার শীর্ষে এসেছে ফিনল্যান্ড দেশটি। ফিনল্যান্ডের পরে দ্বিতীয় স্থানে উঠে এল ডেনমার্কের নাম। ভারতের স্থান ১২৬ তম। রাশিয়ার স্থান ৭২। ইউক্রেনের ৯২।
মূলত দেশের মাথা পিছু আয়,সামাজিক নিরাপত্তা,স্বাস্থ্য,স্বাধীনতা সহ দুর্নীতি মোকাবিলার বিষয়গুলি নিয়ে রিপোর্ট তুলে ধরে রাষ্ট্রপুঞ্জ। এই সব বিষয়গুলির সাপেক্ষে বিচার-বিশ্লেষণ করা হয়ে থাকে আনন্দের মাত্রা। এবার আনন্দময় দেশ হিসেবে শীর্ষে ফিনল্যান্ড।(ছবি:সংগৃহীত)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here